কবিতা - কী হই আর কী নই আমি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা কী হই আর কী নই আমি- মোর চেয়ে তা কে জানে? ঊর্ধ্বে নিম্নে যাহা কিছু ভেদ আছে তার মোর প্রাণে। একদিনে মোর এসব বিদ্যা করব জলে বিসর্জন, শারাব পানের অধিক মহৎ- কেউ যদি তার খোঁজ আনে! ♥ ০ পরে পড়বো ৮৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন