কোন বন হতে করেছ চুরি হরিণ-আঁখি (গো ঐ)।
যেন আননে বেঁধেছ বাসা কানন-পাখি (ভীরু)।।
চুরি করা ঐ নয়ন কি তাই ভয় এত চোখে।
নীল সাগর বলে, ‘ডাগর ও চোখ আমারই নাকি’।।
চিরকালের বিজয়িনী ও উজল নয়নে,
(তুমি) দু ধারী তলোয়ার রেখেছ জহর মাখি।।
পুড়িল মদন তোমারই ঐ চোখের দাহে,
সে গেছে তোমার ঐ চোখে তার ফুল-বাণ রাখি।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন