কবিতা - কোরান হাদিস সবাই বলে- কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা কোরান হাদিস সবাই বলে- পবিত্র সে বেহেশ্ত নাকি, মিলবে সেথাই আসল শারাব তন্বী হুরী ডাগর-আঁখি! শারাব এবং প্রিয়ায় নিয়ে দিন কাটে মোর, দোষ কি তাতে? বেহেশ্তে যা হারাম নহে- মর্ত্যে হবে হারাম তা কি? ♥ ০ পরে পড়বো ১৬২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন