কবিতা - করল আড়াল তোমার থেকে কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা করল আড়াল তোমার থেকে যেদিন আমার ভাগ্য-লেখা, সেদিন হ’তে ফোটেনি আর আমার ঠোঁটে হাসির রেখা। কী নিদারুণ সেই বিরহের বাজল ব্যথা আমার হিয়ায়;- আমি জানি, আর সে জানে অন্তর-বিহারী একা।। ♥ ০ পরে পড়বো ৯৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন