কবিতা - কতো জনম যাবে তোমার বিরহে কাজী নজরুল ইসলাম গান কতো জনম যাবে তোমার বিরহে। শত স্মৃতি জ্বালা পরান দহে।। শূন্য যে গৃহ মোর শূন্য জীবন, একা থাকার ব্যথা আর কত সহে (ওগো) স্মৃতির জ্বালা পরান দহে।। দিয়াছি যে জ্বালা জীবন ভরি হায় গলি নয়ন-ধারাতে ব্যথা বহে স্মৃতির জ্বালা পরান দহে।। ♥ ০ পরে পড়বো ৯৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন