কাজী নজরুল ইসলাম

কবিতা - কত কথা ছিল বলিবার বলা হলো না

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

কত কথা ছিল বলিবার, বলা হল না।
বুকে পাষাণসম রহিল তারই বেদনা।।

মনে রহিল মনের আশা,
মিটিল না প্রাণের পিপাসা,
বুকে শুকাল বুকের ভাষা
মুখে এল না।।

এত চোখের জল এত গান,
এত সোহাগ আদর অভিমান
কখন যে হল অবসান
বোঝা গেল না।।

ঝরিল কুসুম যদি হায়,
কেন স্বৃতির কাঁটাও নাহি যায়,
বুঝিল না কেহ কারও মন
বিধির ছলনা।

পরে পড়বো
৮৪
মন্তব্য করতে ক্লিক করুন