কাজী নজরুল ইসলাম

কবিতা - কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা

কাজী নজরুল ইসলাম

কুঙ্কুম আবির ফাগের
লয়ে থালিকা।
খেলিছে ‘রসিয়া’ হোরি
ব্রজ-বালিকা।।

হোরির অনুরাগে
যমুনায় দোলা লাগে,
মাধব সনে ঐ খেলে মাধবিকা।।

রঙের গাগরিতে
রঙিলা ঘাগরিতে
রঙের মাতন লাগায়
নাগর-নাগরিকা।।

জেগেছে রঙের নেশা
মাধবী মধু-মেশা
মনের বনে দোলে
রাঙা ফুল-মালিকা।।

পরে পড়বো
৮০
মন্তব্য করতে ক্লিক করুন