কাজী নজরুল ইসলাম

কবিতা - লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১৯ জুলাই ২০২৫ গান

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে
লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে।।

গহন মেঘে লুকাতে চাও, অমনি চরণ-ছোঁওয়া লেগে
যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,
চপল হাসি চমকে বেড়ায় বিজলিতে নীল গগনে।।

রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি,
ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি,
হাজার কুসুম ফুটে ওঠে যেমনি লুকাও শ্যামল বনে।।

মনের মাঝে যেমনি লুকাও মন হয়ে যায় অমনি মুনি,
ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি,
দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে।।

পরে পড়বো
১২৯
মন্তব্য করতে ক্লিক করুন