কাজী নজরুল ইসলাম

কবিতা - মা এসেছে মা এসেছে

কাজী নজরুল ইসলাম
রবিবার, ২০ জুলাই ২০২৫ গান, বিবিধ কবিতা

মা এসেছে, মা এসেছে
উঠ্ল কলরোল।
দিকে দিকে উঠল বেজে
সানাই কাঁসর ঢোল।।

ভরা নদীর কূলে কূলে,
শিউলি শালুক পদ্মফুলে-
মায়ের আসার আভাস দুলে,
আনন্দ-হিল্লোল।
সেই-পুলকে পড়ল নিটোল
নীল আকাশে টোল।।

বিনা-কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা,
বে-হিসাবি করব খরচ সাধ যা আছে জমা।
এক বছরের অতৃপ্তি ভাই,
এই ক’দিনে কিসে মিটাই,
কে জানে ভাই ফিরব কিনা
আবার মায়ের কোল।
আনন্দে আজ আনন্দকে
পাগল করে তোল।।

বাউল-ভাটিয়ালি মিশ্র-দাদ্‌রা

পরে পড়বো
১৪৯
মন্তব্য করতে ক্লিক করুন