কবিতা - মানব-স্বভাব জড়িয়ে বহে কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা মানব-স্বভাব জড়িয়ে বহে মন্দ ভালোর দুই ধারা, শুভাশুভ দুঃখ ও সুখ দান নিয়তির- কয় যারা, তাদের বলি- অপরাধী করছ খামকা কুগ্রহে, তোমার চেয়ে হাজার গুণ যে অসহায় সে বেচারা! ♥ ০ পরে পড়বো ৮৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন