কবিতা - মানুষ খেলার গোলক কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা মানুষ খেলার গোলক প্রায় ফিরছে ছুটে ডাইনে বাঁয়, যেদিক পানে চলতে বলে ক্রূর নিয়তির হাতা তায়। কেন হলি ভাগ্যদেবীর নিঠুর খেলার পুতুল তুই, সে-ই জানে- এক সে-ই জানে রে, আমরা পুতুল অসহায়। ♥ ০ পরে পড়বো ৯৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন