কবিতা - মদের মতো কি আর আছে কাজী নজরুল ইসলাম বিরহের কবিতা মদের মতো কি আর আছে ভুলতে ব্যথা, তাতিয়ে তোলার? যুদ্ধ করার সাধ জাগে কি সেনার সাথে এই বেদনার? এই তো তোমার কাঁচা মাথা, এরই মাঝে বাতিল শারাব? কাঁচা সবুজ বয়েসই ত খুশির, গানের পান-পিয়ালার।। ♥ ০ পরে পড়বো ৭৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন