কাজী নজরুল ইসলাম

কবিতা - মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ ধর্মীয় কবিতা

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে।।

ওরে গোলাব! নিরিবিলি
বুঝি নবির কদম ছুঁয়েছিলি,
তাই তাঁর কদমের খোশবু আজও তোর আতরে জাগে।

মোর নবিরে লুকিয়ে দেখে
তাঁর পেশানীর জ্যোতি মেখে
ওরে ও চাঁদ, রাঙলি কি তুই গভীর অনুরাগে।।

ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবির কদম,
আজও গুনগুনিয়ে সেই খুশি জানাস রে গুলবাগে।

পরে পড়বো
১৩৬
মন্তব্য করতে ক্লিক করুন