কাজী নজরুল ইসলাম

কবিতা - মোহাম্মদ নাম যত জপি

কাজী নজরুল ইসলাম

মোহাম্মদ নাম যত জপি, তত মধুর লাগে।
নামে এত মধু থাকে, কে জানিত আগে।।

ঐ নামেরই মধু চাহি
মন-ভোমরা বেড়ায় গাহি
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি
ওই নামের অনুরাগে।।

ও নাম প্রাণের প্রিয়তম
ও নাম জপি মজনু সম,
ওই নামে পাপিয়া গাহে
প্রাণের কুসুম-বাগে।।

ওই নামে মুসাফির রাহী
চাই না তখ্ত্ শাহানশাহি
নিত্য ও নাম য়্যা ইলাহি
যেন হৃদে জাগে।।

৩২
মন্তব্য করতে ক্লিক করুন