মম আগমনে বাজে আগমনীর সানাই।
সহসা প্রভাতে ‘আমি এসেছি’ জানাই।।
আমি আনি দেশে দশ-ভুজার পূজা,
কোজাগরি নিশি জাগি আমি অনুজা।
বুকে শাপলা কমল-
মালা দোলে টলমল
আমি পরদেশি বন্ধুরে স্বদেশে আনাই।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন