কাজী নজরুল ইসলাম

কবিতা - মন লহ নিতি নাম রাধা শ্যাম

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা

মন লহ নিতি নাম রাধা শ্যাম
গাহো হরি গুণ গান।
তব ধন জন প্রাণ যাহার কৃপার দান
জপো তারি নাম জয় ভগবান জয় ভগবান।।

জনক-জননীর স্নেহে তাঁহার
রূপ হেরিস তুই স্নেহময়,
ভাই-ভগিনীর প্রীতিতে যাঁর
শান্ত মধুর পরিচয়।
প্রণয়ী বন্ধুর মাঝে
যাঁর প্রেম রূপ বিরাজে,
পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।

তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা,
হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা,
তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা,
কল-ভাষা নদী-কলতান।

দেয় দুখ-শোক সেই, পুন সেই করে ত্রাণ।
জপো তার নাম জয় ভগবান জয় ভগবান।।

পরে পড়বো
৯৫
মন্তব্য করতে ক্লিক করুন