কবিতা - মোর ধেয়ানে মোর স্বপনে কাজী নজরুল ইসলাম গান মোর ধেয়ানে মোর স্বপনে পরান- প্রিয়, দিয়ো হে দেখা! মোর শয়নে মোর নয়নে লিখিয়া যেয়ো সলিললেখা।। পথ চলিতে আসিলে ভুলে নিয়ো না তুলে তব দেউলে, হবে না পূজা এ বন-ফুলে, দেবতা মম, ঝরিব একা।। ♥ ০ পরে পড়বো ৮৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন