কবিতা - মোরা ছিলাম একা আজি মিলিনু দুজন কাজী নজরুল ইসলাম গান উভয়ে: মোরা ছিলাম একা আজি মিলিনু দু’জন। পাপিয়ার পিয়া-বোল কপোত-কূজন।। বর: তুমি সবুজের স্রোত-এলে ঊষর দেশে বধূ: তুমি বিধাতার-বর এলে বরের বেশে বর: তুমি গৃহে কল্যাণ বধূ: তুমি প্রভু মম ধ্যান। উভয়ে: সুন্দরতর হলো সুন্দর ত্রিভুবন।। ♥ ০ পরে পড়বো ১২১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন