কবিতা - মসজিদ আর নামাজ রোজা কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ বিবিধ কবিতা মসজিদ আর নামাজ রোজার থামাও থামাও গুণ গাওয়া, যাও গিয়ে খুব শারাব পিও, যেমন করেই যাক পাওয়া! খৈয়াম, তুই পান করে যা, তোর ধূলিতে কোন একদিন তৈরি হবে পিয়ালা, কুঁজো, গাগরি, গেলাস মদ-খাওয়া! ♥ ০ পরে পড়বো ১০৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন