কাজী নজরুল ইসলাম

কবিতা - মসজিদের ঐ পথে ছুটি প্রায়ই আমি

কাজী নজরুল ইসলাম

মসজিদের ঐ পথে ছুটি প্রায়ই আমি ব্যাকুল প্রাণ,
নামাজ পড়তে নয় তা বলে, খোদার কসম! সত্যি মান।
নামাজ পড়ার ভান করে যাই করতে চুরি জায়নামাজ,
যেই ছিঁড়ে যায় সেখানা, যাই করতে চুরি আরেকখান।

৫৭
মন্তব্য করতে ক্লিক করুন