কবিতা - মৃত্যু যেদিন নিঠুর পায়ে কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা মৃত্যু যেদিন নিঠুর পায়ে দলবে আমার এই পরান, আয়ুর পালক ছিন্ন করি করবে হৃদয়-রক্ত পান, আমায় মাটির ছাঁচে ঢেলে পেয়ালা করে ঢালবে মদ, হয়তো গন্ধে সেই শরাবের আবার হব আয়ুষ্মান! ♥ ১ পরে পড়বো ১৭৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন