না-ই পরিলে নোটন-খোঁপায়
ঝুমকো-জবার ফুল।
এমনি এসো লুটিয়ে পিঠে
আকুল এলোচুল।।
সজ্জা-বিহীন লজ্জা নিয়ে,
এমনি তুমি এসো প্রিয়ে
গোলাপ ফুলের রঙ মাখাতে
হয় যদি হোক ভুল।।
গৌর দেহে না-ই জড়ালে
গৌরী চাঁপার শাড়ি,
ভূষণ পরে না-ই বা দিলে
রূপের সাথে আড়ি।
যেমন আছ তেমনি এসো,
নয়ন তুলে একটু হেসো,
সেই খুশিতে উঠবে দুলে
আমার হৃদয়-কুল।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন