নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
পূর্ণিমা চাঁদেরে পেয়ে।
কূলে তার ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে মিঠে আওয়াজে
নাচে জল-পরির মেয়ে।।
তার জল-ছলছল কূলে কূলে
ফেনিল যৌবন ওঠে দুলে,
চাঁদিনি উজল তনু ঝলমল
পরানে উছল জাগে জোয়ার,
আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে।।
জল-বালা মুক্তা-মালা গাঁথে নিরালা
চাঁদের তরে,
কাজল-বরণী তরুণী তটিনী চলেছে ধেয়ে।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন