কবিতা - নাইয়া কর পার কাজী নজরুল ইসলাম অনুকাব্য নাইয়া কর পার! কূল নাহি নদী-জল সাঁতার।। দু-কূল ছাপিয়া জোয়ার আসে, নামিছে আঁধার; মরি তরাসে! দাও দাও কূল কুলবধূ ভাসে নীর পাথার।। নাইয়া, কর পার।। ♥ ০ পরে পড়বো ৫৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন