কাজী নজরুল ইসলাম

কবিতা - নিখিল প্রেমাস্পদ

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

আসিছেন হবিবে খোদা, আরশ পাকে তাই উঠেছে শোর
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর,
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে’
তেমনি করে’ হরষিত ফেরেশতা সব উঠলো গেয়ে,
‍‌‍”হের আজ আরশে আসেন মোদের নবী কমলীওয়ালা
দেখ সেই খুশীতে চাঁদ সূরয আজ হ’ল দ্বিগুণ আলা।।

ফকির দরবেশ আউলিয়া যারে
ধ্যানে জ্ঞানে ধ’রতে নারে,
যাঁর মহিমা বুঝতে পারে
এক সে আল্লাহতালা।।

বারেক মুখে নিলে যাঁহার নাম
চিরতরে হয় দোজখ হারাম,
পাপীর তরে দস্তে যাঁহার
কওসরের পিয়ালা।।

মিম্ হরফ না থাকলে যে আহাদ্,
নামে মাখা যাঁর শিরীণ্ শহদ্,
নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ
ত্রিভুবন উজালা।।”

পরে পড়বো
১৬০
মন্তব্য করতে ক্লিক করুন