কাজী নজরুল ইসলাম

কবিতা - নতুন পথিক

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ বিবিধ কবিতা

নতুন দিনের মানুষ তোরা
আয় শিশুরা আয়!
নতুন চোখে নতুন লোকের
নতুন ভরসায়।
নতুন তারার বেভুল পথিক
আসলি ধরাতে
ধরার পারে আনন্দ-লোক
দেখা ইশারায়।
খেলার সুখে মাখলি তোরা
মাটির করুণা,
এই মাটিতে স্বর্গ রচিস,
তোদের মহিমায়।

পরে পড়বো
২৫৪
মন্তব্য করতে ক্লিক করুন