কাজী নজরুল ইসলাম

কবিতা - নয়নভরা জল গো তোমার

কাজী নজরুল ইসলাম

নয়নভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।
ফুল নেবো না অশ্রু নেবো, ভেবে হই আকুল।।

ফুল যদি নিই তোমার হাতে
জল রবে না নয়ন-পাতে,
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।

মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ-যে জাগে,
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই,
(তাই) ফুল ফুটিয়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।

৩০
মন্তব্য করতে ক্লিক করুন