কাজী নজরুল ইসলাম

কবিতা - ও কে বিকাল বেলা বসে নিরালা

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী

ও কে বিকাল বেলা বসে নিরালা বাঁধিছে কেশ
হেরি আর্শিতে নিজেরই চারুমুখ
(চোখে) জাগে আবেশ।।

বসনের শাসন নাই অঙ্গে তাহার
উথলে পড়ে মুক্ত-দেহে যৌবন জোয়ার,
খুলে খুলে পড়ে কেশের কাঁটা-
বেণীর লেশ।।

আঙুলগুলি নাচের ভঙ্গিতে
খেলে বেড়ায় বেণীর বিনুনিতে,
কভু বাঁকায় ভুরু, কভু বাঁকায় গ্রীবা
ঠিকরে পড়ে আয়নায় রূপের বিভা
জাগে সহসা গালে তাঁর সিদুর-ডিবার
রঙের বেশ।।

৩৬
মন্তব্য করতে ক্লিক করুন