কাজী নজরুল ইসলাম

কবিতা - ওগো ভুলে ভুলে যেন ভুলে ভুলে

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী

ওগো ভুলে ভুলে যেন ভুলে ভুলে
কালো দুটি আঁখিতারা তুলে
চেয়েছিল শুধু নিরদয় বঁধূ
হায় সেদিন বিজন নদীকূলে।।

কি কথা যেন গো হায়
আমারে বুঝাতে চায়
মুখে নাই কথা, নীরবতায়
ওগো কয়েছে আমারে সবই ভুলে।।

কয়েছে মলয়, কয়েছে পাপিয়া
ওগো নব-কিশলয় কয়েছে কাঁপিয়া
যে কথা লুকানো ছিল তার মনে
অলি কহে ফুলে ফুলে দুলে দুলে।।

পরে পড়বো
৯৩
মন্তব্য করতে ক্লিক করুন