কবিতা - ওগো সুন্দর আমার কাজী নজরুল ইসলাম বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান ওগো সুন্দর আমার! সুন্দর আমার, এ কী দিলে উপহার।। আমি দিনু পূজা-ফুল, বর দিতে দিলে ভুল, ভাঙিল আমার কূল, তব স্রোতধার।। গরল দিলে যে এই অমৃত আমার সেই, শুকাল নিশি-শেষেই রাতের নীহার।। তোমার সুখ-ছোঁওয়ায় ফুটেছে ফুল শাখায়, তোমারি উতল বায় ঝরিল আবার। ♥ ০ পরে পড়বো ১৮৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন