ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার।
ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর।।
মোর অকলঙ্ক শশী খোলে ঘোম্টা যবে মুখের,
হেরি, দুলে রবি শশী কানে দুল্ হয়ে যেন তার।।
যবে অধীর মাতাল হিয়া, রয় পর্দানশিন্ প্রিয়া,
মদে বেহুঁশ্ হয়ে দর্বেশ যবে জল্সা হ’ল গুলজার।।
মোর শরম ভরম সবই হায় দিলাম শারাব লাগি’
হেরি নয়ন-জলে ভেসে এ সুরা শোণিত হিয়ার।।
বয় যাহার অশ্রু-চোখে ঐ বাদল-রাতের ধারা,
বয় বর্ষা সম তাহার নীল অঞ্চলে ফুল-বাহার।।
মালা গাঁথিস্নে তুই হাফিজ্ ঐ শুষ্ক উপদেশের,
ফেলে অপরাধের কাঁটা তুই গাঁথ্ মালা ফুল-হিয়ার।।
১৪৪

মন্তব্য করতে ক্লিক করুন