কাজী নজরুল ইসলাম

কবিতা - ওমর রে, তোর জ্বলছে হৃদয়

কাজী নজরুল ইসলাম

ওমর রে, তোর জ্বলছে হৃদয় হয়তো নরকেই জ্বলি,
তাহার বহ্নি-মহোৎসবে হয়তো হবি অঞ্জলি।
খোদায় দয়া শিখাতে যাস সেই সে তুই, কী দুঃসাহস।
তুই শিখাবার কে, তাঁহারে শিখাতে যাস কী বলি?

পরে পড়বো
১০৬
মন্তব্য করতে ক্লিক করুন