কাজী নজরুল ইসলাম

কবিতা - অঙ্গে রক্তমাংসের এই পোশাক

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

অঙ্গে রক্তমাংসের এই পোশাক আছে যতক্ষণ
তকদিরের ঐ সীমার বাইরে করিসনে তুই পদার্পণ।
নোয়াসনে শির, ‘রুস্তম জাল’ শত্রু যদি হয় রে তোর,
দোস্ত যদি হয় ‘হাতেম-তাই’ তাহারও দান নিসনে শোন।

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন