কাজী নজরুল ইসলাম

কবিতা - অন্তরে তুমি আছ চিরদিন

কাজী নজরুল ইসলাম
রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

অন্তরে তুমি আছ চিরদিন,
ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুঁজি তাই
পাই না তোমারে আমি।।

প্রাণের মতন, আত্মার সম
আমাতে আছ হে অন্তরতম
মিন্দর রচি বিগ্রহ পূজি
দেখে হাস তুমি স্বামী।।

সমীরণ সম, আলোর মতন
বিশ্বে রয়েছ ছড়ায়ে,
গন্ধ-কুসুমে-সৌরভ সম
প্রাণে-প্রাণে আছ জড়ায়ে।
তুমি বহুরূপী তুমি রূপহীন
তব লীলা হেরি অন্তবিহীন,
তব লুকোচুরি-খেলা সহচরী
আমি-যে দিবসযামী।।

পরে পড়বো
১০৪
মন্তব্য করতে ক্লিক করুন