কবিতা - ওরে হাফিজ, শেষ কর তোর কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা ওরে হাফিজ, শেষ কর তোর কৃত্রিম এই কলমবাজি! হল সময়- খোলা পাতা ঝোলায় তুলে রাখার আজি। নীরব হয়ে বসার পালা এবার রে তোর, আজকে শুধু শূন্য গেলাস টইটম্বুর, কর রে ঢেলে শেষ শিরাজী।। ♥ ০ পরে পড়বো ৮৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন