কাজী নজরুল ইসলাম

কবিতা - অর্থ বিভব যায় উড়ে সব

কাজী নজরুল ইসলাম

অর্থ বিভব যায় উড়ে সব রিক্ত করে মোদের কর,
হৃৎপিণ্ড ছিঁড়ে মোদের মৃত্যুর নিষ্ঠুর নখর;-
মৃত্যু-লোকের চোখ এড়িয়ে ফেরত কেহ আসল না,
যেসব পথিক গেল সেথায় নিয়ে তাদের খোশখবর।

২৬
মন্তব্য করতে ক্লিক করুন