কবিতা - পাতার পর্দানশিন মুকুল, কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা পাতার পর্দানশিন মুকুল, ফুটেই হেরে তোমায় পাছে! মাতোয়ালা ‘নার্গিস’ শরমে তোমায় হেরি মরণ যাচে। তোমার কাছে রূপের বড়াই কেমন করে করবে গো ফুল? ফুল পেল রূপ চাঁদ চোঁয়ায়ে, চাঁদ পেল রূপ তোমার কাছে।। ♥ ০ পরে পড়বো ৭৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন