কাজী নজরুল ইসলাম

কবিতা - পাঠাও বেহেশ্ত হতে হজরত পুন সাম্যের বাণী

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ ধর্মীয় কবিতা

পাঠাও বেহেশ্ত হতে, হজরত পুন সাম্যের বাণী,
আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি।।
বলিয়া পাঠাও, হে হজরত
যাহারা তোমার প্রিয় উম্মত
সকল মানুষে বাসে তারা ভালো খোদার সৃষ্টি জানি।।

সবারে খোদারই সৃষ্টি জানি।।
আধেক পৃথিবী আনিল ইমান যে উদারতা-গুণে
তোমার যে উদারতা-গুণে,
শিখিনি আমরা সে উদারতা, কেবলই গেলাম শুনে
কোরানে হাদিসে কেবলই গেলাম শুনে।

তোমার আদেশ অমান্য করে
লাঞ্ছিত মোরা ত্রিভুবন ভরে,
আতুর মানুষে হেলা করে বলি, ‘আমরা খোদারে মানি’।।

পরে পড়বো
১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন