কাজী নজরুল ইসলাম

কবিতা - পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১৪ জুন ২০২৫ গান

পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো।
ধীরে ধীরে ধীরে চল।
চলিতে ছলকি যায় ঘটে জল ছলছল।।

একে পথ আঁকাবাঁকা,
তাহে কণ্টক-শাখা
আঁচল ধরে টানে, টলে তনু টলমল।।

ভরা যৌবন-তরী,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি আমার এ কী হলো।।

পথের পাশে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি সরে যেতে বলো।।

পরে পড়বো
১৪০
মন্তব্য করতে ক্লিক করুন