কবিতা - পিয়ালা কেন মিছে আনলে ভরি কাজী নজরুল ইসলাম বুধবার, ২৩ জুলাই ২০২৫ গান পিয়ালা কেন মিছে আনলে ভরি কি হবে এ বেদনাকে মাতাল করি, যে ফুলের আজি আর নাহি কাজ ফুটিবার দাও ওগো দাও তারে পড়িতে ঝরি।। যে পাগল কামনার সমাধি ধারে কেঁদে কেঁদে ঘুমায়েছে ভুলো না তারে, সে উতাল ভরা নদী সহসা শুকাল যদি কি কাজ বাহিয়া আজ ভাঙা এ তরী।। ♥ ০ পরে পড়বো ২০১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন