কবিতা - তত্ত্ব-গুরু খৈয়ামেরে পৌঁছে দিও মোর আশিস কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা তত্ত্ব-গুরু খৈয়ামেরে পৌঁছে দিও মোর আশিস ওর মতো লোক বুঝল কিনা উল্টো করে মোর হদিস! কোথায় আমি বলেছি, যে, সবার তরেই মদ হারাম? জ্ঞানীর তরে অমৃত এ, বোকার তরে উহাই বিষ! ♥ ০ পরে পড়বো ১৬১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন