কাজী নজরুল ইসলাম

কবিতা - পরান-ভরে পিয়ো শারাব

কাজী নজরুল ইসলাম
শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা

পরান-ভরে পিয়ো শারাব,
জীবন যাহা চিরকালের।
মৃত্যু-জরা-ভরা জগৎ,
ফিরে কেহ আসবে না ফের।
ফুলের বাহার, গোলাব-কপোল,
গেলাস-সাথী মস্ত ইয়ার,
এক লহমার খুশির তুফান,
এই ত জীবন!- ভাবনা কীসের।।

পরে পড়বো
১৩৩
মন্তব্য করতে ক্লিক করুন