কবিতা - পরান-পিয়া! কাটাই যদি কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা পরান-পিয়া! কাটাই যদি তোমার সাথে একটি সে রাত, বসন সম জড়িয়ে রব নিমেষ পলক করব না পাত। ভয় কী আমার, যদিই সখী তার পরদিন মৃত্যু আসে, পান করেছি অমর-করা তোমার ঠোঁটের ‘আব-ই-হায়াত’।। ♥ ০ পরে পড়বো ৮৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন