কাজী নজরুল ইসলাম

কবিতা - পরজনমে দেখা হবে প্রিয়

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ গান

পরজনমে দেখা হবে প্রিয়।
ভুলিও মোরে হেথা ভুলিও।।

এ জনমে যাহা বলা হলো না,
আমি বলিব না, তুমি বলো না।
জানাইলে প্রেম করিও ছলনা,
যদি আসি ফিরে, বেদনা দিও।।

হেথায় নিমেষে স্বপন ফুরায়,
রাতের কুসুম প্রাতে ঝরে যায়,
ভালো না বাসিতে হৃদয় শুকায়,
বিষ জ্বালা-ভরা হেথা অমিয়।।

হেথা হিয়া ওঠে বিরহে আকুলি,
মিলনে হারাই দু দিনেতে ভুলি,
হৃদয় যথায় প্রেম না শুকায়,
সেই অমরায় মোরে স্মরিও।।

পরে পড়বো
৮৯
মন্তব্য করতে ক্লিক করুন