কাজী নজরুল ইসলাম

কবিতা - পথের স্মৃতি

কাজী নজরুল ইসলাম
সোমবার, ০২ জুন ২০২৫ বিবিধ কবিতা

পথিক ওগো, চলতে পথে
তোমায় আমায় পথের দেখা।
ঐ দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমর গভীর রেখা।।

এই যে দেখা শরৎ-শেষে
পথের মাঝে অচিন দেশে,
কে জানে ভাই কখন কে সে
চলব আবার পথটি একা।।

এই যে মোদের একটু চেনার আবছায়াতেই বেদন জাগে।
ফাগুন-হাওয়ার মদির ছোঁওয়া পুবের হাওয়ার কাঁপন লাগে।।

হয়তো মোদের শেষ দেখা এই
এমনি করে পথের বাঁকেই,
রইল স্মৃতি চারটি আঁখেই
চেনার বেদন নিবিড় লেখা।।

পরে পড়বো
১২৯
মন্তব্য করতে ক্লিক করুন