কবিতা - পথহারা পাখি কাজী নজরুল ইসলাম রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ অন্যান্য কবিতা পথহারা পাখি কেঁদে ফিরি একা আমার জীবনে শুধু আঁধারের লেখা বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে! বুঝি দুখ নিশি মোর হবে না হবে না ভোর ফুটিবে না আশার আলোক রেখা।। ♥ ০ পরে পড়বো ১৯৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন