প্রেম আর ফুলের জাতি কুল নাই
বুলবুলি সে কথা ভুলিল কি হায়!
কেন তবে আসে না, রাজ্ঞে ফুল মোর
হাতে শুকায়।।
রাজ-বাগিচার মূল হোক যত গরবী
পথের ফুলেও আছে তারি মত সুরভি,
রসের পুতলী হয় পথের ভিখারিণী
যদি প্রেম পায়।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন