কবিতা - প্রেম আর ফুলের জাতি কুল নাই কাজী নজরুল ইসলাম রবিবার, ২০ জুলাই ২০২৫ গান প্রেম আর ফুলের জাতি কুল নাই বুলবুলি সে কথা ভুলিল কি হায়! কেন তবে আসে না, রাজ্ঞে ফুল মোর হাতে শুকায়।। রাজ-বাগিচার মূল হোক যত গরবী পথের ফুলেও আছে তারি মত সুরভি, রসের পুতলী হয় পথের ভিখারিণী যদি প্রেম পায়।। ♥ ০ পরে পড়বো ১৪৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন