কবিতা - প্রেমের চোখে সুন্দর সেই কাজী নজরুল ইসলাম প্রেমের কবিতা, বিবিধ কবিতা প্রেমের চোখে সুন্দর সেই হোক কালো কি গৌর-বরণ, পরুক ওড়না রেশমি কিংবা পরুক জীর্ণ দীন বসন। থাকুক শুয়ে ধুলোয় সে কি থাকুক সোনার পালঙ্কে, নরকে সে গেলেও প্রেমিক করবে সেথায় অন্বেষণ। ♥ ০ পরে পড়বো ১১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন