কাজী নজরুল ইসলাম

কবিতা - প্রিয় যেন প্রেম ভুলো না

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী
সোমবার, ২১ জুলাই ২০২৫ গান

প্রিয় যেন প্রেম ভুলো না
এ মিনতি করি হে।
হৃদয় কারেও নাহি দিও
আমারে বিস্মরি হে।।

চোখের বাহির হলে
মনের বাহির গেলে
মরমে মরিব সখা
প্রেম গেলে ঝরি হে।।

আমার সমাধি ‘পরে
দাঁড়াও ক্ষণেক তরে
জুড়াব হৃদয়-জ্বালা
ও-চরণ চুমি হে।।

পরে পড়বো
৯৯
মন্তব্য করতে ক্লিক করুন