কবিতা - প্রণমি তোমায় বন-দেবতা কাজী নজরুল ইসলাম অনুকাব্য, বিবিধ কবিতা প্রণমি তোমায় বন-দেবতা। শাখে শাখে শুনি তব ফুল-বারতা।। তোমার ময়ূর তোমার হরিণ লীলা-সাথী রয় নিশিদিন, বিলায় ছায়া বাণী-বিহীন তরু ও লতা।। ♥ ০ পরে পড়বো ৭০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন